প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ সেনাবাহিনীর প্রধান জেনারেল এম এম নারাভানে সাক্ষাৎ করেছেন। তাঁরা কোভিড পরিস্থিতিতে সেনাবাহিনী যে সব উদ্যোগ নিয়েছে, সেগুলি নিয়ে আলোচনা করেন।
জেনারেল নারাভানে প্রধানমন্ত্রীকে জানান, সেনাবাহিনীর চিকিৎসা বিভাগের কর্মীরা বিভিন্ন রাজ্য সরকারকে সাহায্য করছেন। দেশের বিভিন্ন প্রান্তে সেনাবাহিনী, অস্থায়ী হাসপাতাল গড়ে তুলেছে।
জেনারেল নারাভানে আরো জানিয়েছেন, যে সব অঞ্চলে সম্ভব হচ্ছে, সেখানে সামরিক হাসপাতালে অসামরিক নাগরিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সাধারণ নাগরিকরা, তাঁদের নিকটবর্তী সেনা হাসপাতালে প্রয়োজনে যেতে পারেন।
প্রধানমন্ত্রীকে সেনাপ্রধান আরো জানিয়েছেন, সেনাবাহিনীর দক্ষ কর্মীরা প্রয়োজনে আমদানী করা অক্সিজেন সিলিন্ডার এবং বিশেষ ধরণের যানবাহন ব্যবহার করার কাজে প্রশাসনকে সাহায্য করছেন।