প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (১৫ই এপ্রিল) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেলা ১১টায় গুজরাটের ভুজে কে কে প্যাটেল সুপার স্পেশালিটি হাসপাতাল জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। হাসপাতালটি ভুজের শ্রী কচ্ছি লেভা প্যাটেল সমাজ নির্মাণ করেছে।
এটি কচ্ছের প্রথম দাতব্য সুপার স্পেশালিটি হাসপাতাল। এখানে ২০০টি শয্যা রয়েছে। ইন্টারভেনশনাল কার্ডিওলজি (ক্যাথল্যাব), কার্ডিওথোরাসিক সার্জারি, রেডিয়েশন অনকোলজি, মেডিকেল অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, নেফ্রোলজি, ইউরোলজি, নিউক্লিয়ার মেডিসিন, নিউরো সার্জারি, জয়েন্ট রিপ্লেসমেন্ট এবং অন্যান্য সহায়ক পরিষেবা যেমন ল্যাবরেটরি, রেডিওলজি ইত্যাদি পাওয়া যাবে। এই হাসপাতাল এলাকার মানুষের কাছে সুপার স্পেশালিটি চিকিৎসা পরিষেবাগুলিকে সহজেই পৌঁছে দেবে।