প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৫ জুলাই বিকেল ৪.৩০ মিনিটে শ্রী হরমোহন সিং যাদবের দশম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেবেন।
শ্রী হরমোহন সি যাদব (১৮ অক্টোবর ১৯২১- ২৫জুলাই ২০১২)ছিলেন যাদব সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। কৃষক, পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ সহ সমাজের অন্যান্য শ্রেণীর মানুষদের জন্য প্রয়াত এই নেতার অবদানকে স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশ নেবেন।
দীর্ঘদিন ধরে শ্রী হরমোহন সিং যাদব রাজনীতিতে সক্রিয় ছিলেন। বিধায়ক, বিধান পরিষদের সদস্য, রাজ্যসভার সাংসদ এবং অখিল ভারতীয় যাদব মহাসভার চেয়ারম্যানের দায়িত্ব তিনি পালন করেছেন। তাঁর পুত্র শ্রী সুখরাম সিং-এর সহায়তায় শ্রী যাদব কানপুর সংলগ্ন অঞ্চলে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন।
শ্রী হরমোহন সিং যাদব ১৯৮৪ সালে শিখ বিরোধী দাঙ্গায় বহু শিখের প্রাণ রক্ষা করার জন্য যে শৌর্যের পরিচয় দিয়েছিলেন তার স্বীকৃতি স্বরূপ তাঁকে ১৯৯১ সালে শৌর্যচক্রে সম্মানিত করা হয়।
आज शाम 4.30 बजे देश के सम्मानित नेता और पूर्व सांसद हरमोहन सिंह यादव जी की 10वीं पुण्यतिथि पर आयोजित एक कार्यक्रम में वीडियो कॉन्फ्रेंसिंग के जरिए भाग लूंगा। हरमोहन जी ने अपना जीवन देशसेवा में समर्पित कर दिया और हमेशा किसानों, गरीबों, पिछड़ों और वंचितों के लिए कार्य किया।
— Narendra Modi (@narendramodi) July 25, 2022