দেশের আদিবাসী জনগোষ্ঠীর কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রথম সারিতে রয়েছেন এবং এর পাশাপাশি, দেশের উন্নয়ন এবং সমৃদ্ধির ক্ষেত্রে তাঁদের অবদানের প্রতি তিনি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করে আসছেন। জাতীয় মঞ্চে আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াস হিসেবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বৃহদাকার জাতীয় আদিবাসী উৎসব ‘আদি মহোৎসব’-এর উদ্বোধন করবেন ১৬ ফেব্রুয়ারি বেলা ১০-৩০ মিনিটে দিলির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে।
আদিবাসী বিষয়ক মন্ত্রকের অধীন আদিবাসী সমবায় বিপণন উন্নয়ন ফেডারেশন লিমিটেড (ট্রাইফেড)-এর বার্ষিক উদ্যোগ হিসেবে আদিবাসী সংস্কৃতি, হস্তশিল্প, রন্ধনপ্রণালী, বাণিজ্য এবং প্রথাগত কলাকে ‘আদি মহোৎসব’-এর মধ্য দিয়ে তুলে ধরা হয়। এ বছর দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে ১৬-২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এর আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানস্থলে ২০০টিরও বেশি স্টলে দেশের বিভিন্ন প্রান্তে আদিবাসীদের সমৃদ্ধ এবং বিবিধ ঐতিহ্যকে তুলে ধরা হবে। প্রায় ১ হাজার আদিবাসী শিল্পী এই মহোৎসবে যোগদান করবেন। ২০২৩ যেহেতু আন্তর্জাতিক বাজরা বর্ষ হিসেবে উদযাপিত হচ্ছে, তাই এর সঙ্গে হস্তশিল্প, হস্তচালিত তাঁত, মৃৎশিল্প, অলঙ্কার প্রভৃতি এই মহোৎসবে বিশেষভাবে তুলে ধরা হবে। সেইসঙ্গে, আদিবাসীদের দ্বারা উৎপাদিত শ্রী অন্নর ওপরও বিশেষ আলোকপাত করা হবে।