প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সিআরপিএফ-এর প্রতিষ্ঠা দিবসে জওয়ানদের শুভেচ্ছা জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘বাহিনীর প্রতিষ্ঠা দিবসে সকল সাহসী সিআরপিএফ জওয়ান ও তাঁদের পরিবারবর্গকে শুভেচ্ছা জানাই। সিআরপিএফ বীরত্ব ও পেশাদারিত্বের জন্য খ্যাত। ভারতের সুরক্ষা ব্যবস্থায় সিআরপিএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেশের ঐক্য রক্ষায় তাঁদের অবদান প্রশংসনীয়।’
Greetings to all courageous @crpfindia personnel and their families on the force’s Raising Day. The CRPF is known for its valour and professionalism. It has a key role in India’s security apparatus. Their contributions to further national unity are appreciable.
— Narendra Modi (@narendramodi) July 27, 2021