জাপানের হিরোশিমায় জি-৭ শিখর সম্মেলনের ফাঁকে আজ ফ্রান্সের রাষ্ট্রপতি ইমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
১৪ জুলাই বাস্তিল দিবসে বিশেষ অতিথি হিসাবে তাঁকে আমন্ত্রণ জানানোয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ম্যাক্রোঁকে ধন্যবাদ জানান। বাণিজ্য ও আর্থিক ক্ষেত্রে সহযোগিতা, অসামরিক বিমান, পুনর্নবীকরণ ক্ষেত্র, সংস্কৃতি, প্রতিরক্ষা ক্ষেত্রে যৌথ উৎপাদন ও নির্মাণ এবং অসামরিক পরমাণু সহযোগিতা ক্ষেত্র সহ কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে উভয় নেতা পর্যালোচনা ও সন্তোষ প্রকাশ করেন। দুই নেতাই সহযোগিতা ক্ষেত্রকে প্রসারিত করে নতুন লক্ষ্যমত্রায় পৌঁছে দিতে সহমত হয়েছেন।
ভারতের জি-২০ সভাপতিত্বে ফ্রান্সের সমর্থনের জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ম্যাক্রোঁকে ধন্যবাদ জানান। আঞ্চলিক উন্নয়ন এবং বৈশ্বিক চ্যালেঞ্জের বিভিন্ন বিষয় নিয়ে উভয় নেতা মতবিনিময় করেন।
PM @narendramodi held a productive meeting with President @EmmanuelMacron of France. The leaders took stock of the entire gamut of India-France bilateral relations. pic.twitter.com/7DuZRlOnbB
— PMO India (@PMOIndia) May 20, 2023