চীনের হাংঝাউ-এ এশিয়ান প্যারা গেমস-এ পুরুষদের ৪০০ মিটার- টি৪৭ ইভেন্টে স্বর্ণপদক জেতায় দিলীপকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন:
“পুরুষদের ৪০০ মিটার- টি৪৭ ইভেন্টে দিলীপের অসাধারণ স্বর্ণপদক জয়ে হার্দ্য অভিনন্দন!
এই ঐতিহাসিক সাফল্যে সমগ্র দেশ গর্বিত ।”
Heartiest congratulations to Dilip for his stupendous Gold Medal victory in the Men's 400m - T47 event!
— Narendra Modi (@narendramodi) October 28, 2023
This historic achievement has made the entire nation proud. pic.twitter.com/9leYE83IU4