প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল হিমাচল প্রদেশ সফরে যাচ্ছেন। তিনি সেখানে রাজ্য সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। এই উপলক্ষে তিনি রাজ্য সরকারের সাফল্য নিয়ে তথ্যাদি প্রকাশ করবেন। কাংড়া জেলার ধর্মশালায় এক জনসভাতেও তিনি ভাষণ দেবেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের সুফলভোগীদের সঙ্গেও মতবিনিময় করবেন।