প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতীয় জনঔষধী প্রকল্পের সুফলভোগীদের সঙ্গে কথা বলবেন। পিএমবিজে প্রকল্পে যাঁরা এবং সুলভে কার্ডিয়াক স্টেন্ট ও হাটু পরিবর্তন করিয়েছেন তাঁদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। আগামীকাল সকাল সাড়ে নটায় এই আলাপচারিতা শুরু হবে। এর উদ্দেশ্য হ’ল দরিদ্র রোগীদের জীবনে এ ধরণের চিকিৎসামূলক পদক্ষেপে কি ধরণের পরিবর্তন এনেছে, সে বিষয়ে অবহিত হওয়া।
অনুষ্ঠানটি নমো অ্যাপ, ইউটিউব, ফেসবুক প্রভৃতি সোশ্যাল মিডিয়া মঞ্চে দেখা যাবে।