প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তাঁর এক পেড় মা কি নাম কর্মসূচিতে সমর্থন জানানোয় গায়ানার রাষ্ট্রপতি ডঃ ইরফান আলিকে ধন্যবাদ জানান। শ্রী মোদী তাঁর গতকালের মন কি বাত – এর পর্বে গায়ানায় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের প্রশংসা করেন
প্রধানমন্ত্রী গায়ানার রাষ্ট্রপতি ডঃ ইরফান আলির একটি পোস্টের জবাবে এক্স বার্তায় বলেন, “আপনার এই সমর্থনের কথা আমি সর্বদাই মনে রাখব। আমি আমার #MannKiBaat অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেছি। মন কি বাত – এর এই পর্বে আমি গায়ানায় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের প্রশংসাও করেছি।
@DrMohamedIrfaa1
@presidentaligy”
Your support will always be cherished. I talked about it during my #MannKiBaat programme. Also appreciated the Indian community in Guyana in the same episode. @DrMohamedIrfaa1 @presidentaligy https://t.co/1pUrdJVsFl
— Narendra Modi (@narendramodi) November 25, 2024