প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে আবু ধাবির যুবরাজ শেখ খালেদ বিন মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে স্বাগত জানান। দুই নেতার মধ্যে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানা গেছে।
ভারত - সংযুক্ত আরব আমিরশাহী সম্পর্ক আরও জোরদার করতে শেখ খালেদের উদ্যোগের প্রশংসা করেন শ্রী মোদী।
প্রধানমন্ত্রী এক্স পোষ্টে বলেছেন;
“আবু ধাবির যুবরাজ মাননীয় শেখ খালেদ বিন মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। বিভিন্ন বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। ভারত - সংযুক্ত আরব আমিরশাহী সম্পর্ক আরও জোরদার করতে শেখ খালেদের উদ্যোগ স্পষ্ট ভাবে প্রতিফলিত।”
It was a delight to welcome HH Sheikh Khaled bin Mohamed bin Zayed Al Nahyan, Crown Prince of Abu Dhabi. We had fruitful talks on a wide range of issues. His passion towards strong India-UAE friendship is clearly visible. pic.twitter.com/yoLENhjGWd
— Narendra Modi (@narendramodi) September 9, 2024