প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নেপালের মহামান্য প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে টেলিফোন করে সে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। নেপালের সংসদে আস্থা ভোটে শ্রী শের বাহাদুর দেউবা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।
ভারত ও নেপালের মধ্যে বন্ধুত্বকে স্বীকৃতি জানিয়ে দু'দেশের জনগণের যোগসুত্র গুলির কথা স্মরণ করে প্রধানমন্ত্রী উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেছেন।
ভারতের প্রধানমন্ত্রী শ্রী মোদী এবং নেপালের প্রধানমন্ত্রী শ্রী দেউবা বর্তমান করোনা জনিত অতিমারি পরিস্থিতিতে দু'দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক কিভাবে সুদৃঢ় করা যায় তা নিয়েও আলোচনা করেন।