প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন।
প্রাক্তন রাষ্ট্রপতিকে একজন অসামান্য রাষ্ট্রনেতা ও প্রশাসক হিসেবে বর্ণনা করে শ্রী মোদী দেশের বিকাশে তাঁর অবদানের কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী এক্স পোস্টে বলেছেন:
“জন্মবার্ষিকীতে প্রণব মুখোপাধ্যায়কে স্মরণ করি। প্রণববাবু ছিলেন এক অনন্য রাষ্ট্রনেতা, অসাধারণ প্রশাসক এবং জ্ঞানঋদ্ধ মানুষ। দেশের বিকাশে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। বিভিন্ন দল ও মতের মানুষের মধ্যে সহমত গড়ে তোলায় তাঁর অসামান্য দক্ষতা ছিল – যার কারণ প্রশাসনিক অভিজ্ঞতা এবং ভারতের সংস্কৃতি ও ভাবধারা সম্পর্কে গভীর উপলব্ধি। তাঁর স্বপ্নপূরণের লক্ষ্যে আমরা কাজ করে যাব।”
Remembering Shri Pranab Mukherjee on his birth anniversary. Pranab Babu was a one-of-a-kind public figure—a statesman par excellence, a wonderful administrator and a repository of wisdom. His contributions to India’s development are noteworthy. He was blessed with a unique… pic.twitter.com/qNNdUcux2t
— Narendra Modi (@narendramodi) December 11, 2024