যক্ষ্মা দূরীকরণে ভারতের প্রয়াসের উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যক্ষ্মা আক্রান্তের সংখ্যা হ্রাস নিয়ে দেশের সাফল্য তুলে ধরেছেন।
২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতে যক্ষ্মা আক্রান্তের সংখ্যা ১৭.৭ শতাংশ হ্রাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী জগৎ প্রকাশ নাড্ডার এক পোস্টের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী এক্স পোস্টে লিখেছেন :
"প্রশংসনীয় অগ্রগতি! যক্ষ্মার ঘটনা হ্রাসের পিছনে রয়েছে ভারতে একনিষ্ঠ এবং উদ্ভাবনমূলক প্রয়াস। সম্মিলিত চেতনার মাধ্যমে ভারতকে যক্ষ্মা মুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করে যাব।"
Commendable progress!
— Narendra Modi (@narendramodi) November 3, 2024
The decline in TB incidence is an outcome of India’s dedicated and innovative efforts. Through a collective spirit, we will keep working towards a TB-free India. https://t.co/qX4eM0kj3n