প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইস্টার উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, "সকলকে ইস্টারের শুভেচ্ছা!
এই দিনে, আমরা যীশু খ্রীষ্টের পবিত্র ধর্মের শিক্ষাগুলি স্মরণ করি। সামাজিক ক্ষমতায়নের উপর তাঁর প্রভাব বিশ্বজুড়ে কয়েক লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে। "
Greetings on Easter!
— Narendra Modi (@narendramodi) April 4, 2021
On this day, we remember the pious teachings of Jesus Christ. His emphasis on social empowerment inspires millions across the world.