উত্তর প্রদেশের লক্ষ্ণৌয় আজ একটি বাড়ি ভেঙে পড়ায় কয়েকজন মানুষের প্রাণহানি ঘটে। এই দুর্ঘটনায় ব্যথিত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহত প্রত্যেক ব্যক্তির নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে এক্স-গ্র্যাশিয়া দেওয়ার কথা ঘোষণা করেছেন। প্রত্যেক আহত ব্যক্তিকে দেওয়া হবে ৫০ হাজার টাকা করে ত্রাণ সহায়তা।
এসম্পর্কে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন :
"লক্ষ্ণৌয়ে একটি বাড়ি ভেঙে পড়ার ঘটনায় প্রাণহানি ঘটেছে; তা খুবই মর্মান্তিক। নিহত ব্যক্তিদের জন্য আমি প্রার্থনা জানাই। কামনা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। প্রত্যেক নিহত ব্যক্তির নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে এক্স-গ্র্যাশিয়া দেওয়া হবে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে। আহত প্রত্যেককে দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।"
The loss of lives due to a building mishap in Lucknow, Uttar Pradesh is saddening. Prayers with those who lost their loved ones. May the injured recover soon. An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured would be given Rs.…
— PMO India (@PMOIndia) September 8, 2024