প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বোৎসোয়ানা-র রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার জন্য শ্রী দুমা বোকো-কে শুভেচ্ছা জানিয়েছেন। এক্স-এ এক বার্তায় নব-নির্বাচিত রাষ্ট্রপতির শাসনকাল সফল হবে বলে আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী এবং বোৎসোয়ানা-র সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে ভারতের দায়বদ্ধতার ওপর জোর দিয়েছেন।
পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন :
“বোৎসোয়ানা-র রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য @duma_boko-কে অভিনন্দন। সফল কার্যকালের জন্য শুভেচ্ছা জানাই। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে আপনার সঙ্গে একত্রে কাজ করার অপেক্ষায় আছি।”
Congratulations @duma_boko on your election as the President of Botswana. Best wishes for a successful tenure. Look forward to working closely with you to further strengthen our bilateral ties.
— Narendra Modi (@narendramodi) November 3, 2024