প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি হকি প্রতিযোগিতায় জয়ের জন্য আজ ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেন :
“এক অসাধারণ কৃতিত্ব!
মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি জয়ের জন্য আমাদের হকি দলকে অভিনন্দন। সমগ্র প্রতিযোগিতায় তাঁরা অত্যন্ত ভালো খেলেছে। তাঁদের এই সাফল্য উদীয়মান বহু অ্যাথলিটকে অনুপ্রেরণা যোগাবে।”
A phenomenal accomplishment!
— Narendra Modi (@narendramodi) November 21, 2024
Congratulations to our hockey team on winning the Women's Asian Champions Trophy. They played exceptionally well through the tournament. Their success will motivate many upcoming athletes.