প্যারিস প্যারালিম্পিকে পুরুষদের ডিসকাস থ্রো-এ এফ ৫৬ বিভাগে রুপো জয়ের জন্য যোগেশ কাঠুনিয়াকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
কাঠুনিয়ার সুদৃঢ় সংকল্প, কঠোর পরিশ্রম ও সহনশীলতার প্রশংসা করেছেন শ্রী মোদী।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;
“#Paralympics2024!-এ পুরুষদের ডিসকাস থ্রো-এর এফ ৫৬ বিভাগে রুপো জিতে ভারতকে গর্বিত করার জন্য @YogeshKathuniya-কে অভিনন্দন। তার সুদৃঢ় সংকল্প, কঠোর পরিশ্রম ও সহনশীলতা অতুলনীয়। আগামী দিনেও তার জন্য শুভেচ্ছা #Cheer4Bharat।”
Congrats to @YogeshKathuniya for making India proud by winning the Silver medal in the Men's Discus Throw F56 at the #Paralympics2024! His is an incredible journey of determination, hard work and resilience. Best wishes for his upcoming endeavours. #Cheer4Bharat
— Narendra Modi (@narendramodi) September 2, 2024