প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জ্ঞানী যোগিন্দর সিং বেদান্তীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ বিদ্বান ও বিনয়ী জ্ঞানী যোগিন্দর সিং বেদান্তজী নিঃস্বার্থ মানব সেবায় তাঁর জীবন উৎসর্গ করেছেন। তিনি পরদুঃখকাতর ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলার কাজে সচেষ্ট ছিলেন। তাঁর মৃত্যতে আমি বেদনাহত। তাঁর পরিবারের সদস্যদের ও গুণগ্রাহীদের সমবেদনা জানাই।“
Giani Joginder Singh Vedanti Ji was scholarly and humble. His life was a manifestation of selfless human service. He worked to create a compassionate and harmonious society. Pained by his demise. Condolences to his family and admirers.
— Narendra Modi (@narendramodi) May 15, 2021