প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের কেভাদিয়ায় প্রতিরক্ষা মন্ত্রক আয়োজিত কমান্ডারদের যৌথ অধিবেশনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রকের প্রধান অধিবেশন সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী অধিবেশনের আলোচ্য বিষয়ের প্রশংসা করেন। বিশেষ করে এবছর অধিবেশনে জুনিয়র কমিশনড আধিকারিক এবং নন-কমিশনড আধিকারিকদের অন্তর্ভুক্ত করার জন্য।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে প্রতিরক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ সামরিক এবং অসামরিক নেতৃত্বের প্রশংসা করে বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনী বিগত কয়েক বছর ধরে তাঁদের নিষ্ঠার পরিচয় দিয়েছেন। বিশেষত, কোভিড জনিত অতিমারি এবং দেশের উত্তরাঞ্চলে চ্যালেঞ্জিং পরিস্থিতির মোকাবিলার উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় আত্মনির্ভরতার ওপর গুরুত্বারোপ করেন। কেবলমাত্র অস্ত্রের ক্ষেত্রে নয়, অন্যান্য ক্ষেত্রেও এর প্রয়োজন রয়েছে বলে প্রধানমন্ত্রী জানান।
প্রযুক্তির দ্রুত পরিবর্তন প্রসঙ্গে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, ভবিষ্যৎ বাহিনী হিসেবে গড়ে তুলতে ভারতীয় সেনা বাহিনীকে আরও উন্নত করার ওপর জোর দিতে হবে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, আগামী বছর ভারত তার স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করবে। এই কর্মকাণ্ডে ভারতীয় সেনা অংশ নিয়ে দেশের যুব সম্প্রদায়কে উজ্জীবিত করবে।