গুরু রবিদাস জয়ন্তী উপলক্ষে গুরু রবিদাসের উদ্দেশে গভীর শ্রদ্ধা নিবেদনকরেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনি বলেছেন :
“গুরু রবিদাসের জন্ম জয়ন্তীতে আমি তাঁকে প্রণাম জানাই। যে মহান সন্তপুরুষরাআমাদের দেশে জন্মগ্রহণ করেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন গুরু রবিদাসজি। সাম্য,ন্যায়বিচার এবং সহমর্মিতার ভিত্তিতে এক সমাজ গঠনের তিনি ছিলেন প্রবক্তা। তাঁরশিক্ষাদর্শ শুধুমাত্র শাশ্বতই নয়, সমাজের সকল স্তরের সাধারণ মানুষের ক্ষেত্রে তা প্রাসঙ্গিকওবটে।
আমাদের সমাজ ব্যবস্থায় ইতিবাচক কিছু পরিবর্তনের দিশারী ছিলেন গুরুরবিদাসজি। মান্ধাতা আমলের পীড়াদায়ক আচার ও রীতিনীতির যৌক্তিকতাকে তিনি প্রশ্নেরমুখে দাঁড় করাতেন। কাল ও সময়ের সঙ্গে সঙ্গতি রেখে মানুষকে পরিবর্তনের কাজে উৎসাহযোগাতেন তিনি। সময়ের সাথে এইভাবে এগিয়ে চলার যে আকাঙ্খা ও আগ্রহ তা নিঃসন্দেহে একটিবড় গুণ।
সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের মূল্যবোধে অবিচল আস্থা ছিল গুরু রবিদাসের।কোনও রকম বৈষম্যমূলক আচার-আচরণে তাঁর বিন্দুমাত্র আস্থা ছিল না। আমরা যখন ‘সবকাসাথ, সবকা বিকাশ’ – এই আদর্শকে সামনে রেখে কাজ করে যাই, তখন প্রত্যেক মানুষবিশেষত, দরিদ্র মানুষের সেবার ওপর গুরু রবিদাসজির বিশেষ গুরুত্বদান আমাদেরঅনুপ্রাণিত করে।
গুরু রবিদাসজির একটি উদ্ধৃতি আমি এখানে স্মরণ করছি –
আমি এমন এক শাসন ব্যবস্থায় আগ্রহী, যেখানে সকলেরই খাদ্যের সংস্থান থাকবে। উচ্চ-নীচকোনও ভেদাভেদ সেখানে থাকবে না এবং দরিদ্রতম মানুষটিও প্রসন্নতা লাভ করবে”।
I bow to Guru Ravidas Ji on his Jayanti. Guru Ravidas Ji was one of the greatest Saints to have been born in our land. He stood for a society that is equal, just and compassionate. His teachings are eternal and are relevant for people of all sections of society. pic.twitter.com/vJa2GmojpY
— Narendra Modi (@narendramodi) January 31, 2018
Guru Ravidas Ji ushered in several positive changes in our society. He questioned practices that were archaic and regressive, and inspired people to change with the times. This spirit of inquiry and emphasis on moving with the times makes extremely great.
— Narendra Modi (@narendramodi) January 31, 2018
Guru Ravidas Ji had unwavering faith in values of harmony and brotherhood. He did not believe in any kind of discrimination. When we work with the motto of ‘Sabka Saath, Sabka Vikas’ we are deeply motivated by Guru Ravidas Ji’s emphasis on serving every human, especially the poor
— Narendra Modi (@narendramodi) January 31, 2018
Today I would like to share these words of Guru Ravidas Ji:
— Narendra Modi (@narendramodi) January 31, 2018
ऐसा चाहूँ राज मैं जहाँ मिलै सबन को अन्न।
छोट बड़ो सब सम बसै, रैदास रहै प्रसन्न।।
Guru Ravidas Ji dreamt of a time when everybody has enough to eat and every person is happy.
Guided by the rich ideals of Guru Ravidas Ji, we are working round the clock to build an India which is strong, inclusive and prosperous…where the fruits of development reach everybody and empower those who are poor. pic.twitter.com/DpuU90z1S6
— Narendra Modi (@narendramodi) January 31, 2018