প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সুলতানপুর লোধির গুরুদ্বার বের সাহিবেআজ শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণমন্ত্রী শ্রীমতী হরসিমরাত কউর বাদল, পাঞ্জাবের রাজ্যপাল শ্রী ভি পি সিংবাদনোরে ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।
প্রধানমন্ত্রী গুরুদ্বারের মূল চত্বরে প্রার্থনায় অংশ নেন ও গ্রন্থীরাতাঁকে শাল উপহার দেন। এরপর, প্রধানমন্ত্রী ঐ চত্বরটি ঘুরে দেখেন ও যে কুলগাছের নিচে শ্রী গুরু নানক দেবজি ১৪ বছর সাধনা করেছিলেন, সেখানে যান।
সফর শেষে প্রধানমন্ত্রী ডেরা বাবা নানকের উদ্দেশ্যে রওনা দেন। সেখানেতিনি কর্তারপুরের উদ্দেশ্যে পূণ্যার্থীদের জন্য নির্মিত যাত্রীপ্রতীক্ষালয়ের উদ্বোধন ও প্রথম জাঠার যাত্রার সূচনা করবেন।