সর্দার প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের কেভাড়িয়ায় বিশ্ববিখ্যাত স্ট্যাচু অফ ইউনিটিতে ভারতের লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.70113200_1572506106_tribute-body-1.jpg)
সর্দার প্যাটেলের জন্মবার্ষিকী জাতীয় একতা দিবস হিসাবে উদযাপিত হয়।
এক ভারত, শ্রেষ্ঠ ভারত – এর উদ্দেশ্য অর্জনে সারা দেশ জুড়ে একতার লক্ষ্যে দৌড় কর্মসূচির আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেছেন, সর্দার প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা। দেশ সেবায় তাঁর অবদান অবিস্মরণীয়।
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.24728700_1572506142_tribute-2.jpg)
এই উপলক্ষে প্রধানমন্ত্রী কেভাড়িয়ায় জাতীয় একতা দিবসের শপথবাক্য পাঠ করান।