প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেঠঠা থাবিসিনের কাছ থেকে একটি আন্তরিক ও উষ্ণ টেলিফোন পান। তাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রী মোদীকে অভিনন্দন জানান সাধারণ নির্বাচনে জয়ের জন্য।
দুই প্রধানমন্ত্রীই বাণিজ্য, লগ্নি, সংস্কৃতি ও মানুষে মানুষের সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে বহুমুখী এবং জোরালো দ্বিপাক্ষিক মৈত্রী আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন।
Thank PM Srettha @Thavisin for his congratulatory call. Look forward to strengthen India-Thailand strategic partnership for the benefit of our people and the bright future of Asia. Our best wishes to Thailand for successful Presidency of BIMSTEC.
— Narendra Modi (@narendramodi) June 6, 2024