অষ্টাদশ লোকসভা নির্বাচনে এনডিএ-র জয়লাভে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শ্রী দাশো শেরিং তোবগে। বিগত এক দশকে প্রধানমন্ত্রীর শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে ভুটানের প্রধানমন্ত্রী শ্রী তোবগে তৃতীয়বারের জন্য তাঁর সাফল্য কামনা করেছেন।
অভিনন্দন জানানোয় ভুটানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, ভুটানের সঙ্গে দৃষ্টান্তমূলক সহযোগিতার ক্ষেত্রকে ভারত সবসময় অগ্রাধিকার দিয়ে আসছে। ভুটান এবং ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ককে আরও শক্তিশালী করতে ভারত সরকারের দায়বদ্ধতার কথা জানিয়েছেন শ্রী মোদী।
ভারত-ভুটান সহযোগিতা সম্পর্ক সমস্ত স্তরে পারস্পরিক আস্থা, সদিচ্ছা এবং বিশ্বাসের ওপর দাঁড়িয়ে রয়েছে। দু’দেশের মধ্যে মানুষের সংযোগ এবং দৃঢ় অর্থনৈতিক এবং উন্নয়নমূলক সম্পর্ক এই বিশ্বাসের বাতাবরণকে আরও শক্তিশালী করেছে বলে তিনি জানান।
Glad to speak with my friend PM @tsheringtobgay. Bharat and Bhutan ties are exemplary, unique and an important pillar of our Neighbourhood First policy. I look forward to taking this special partnership to newer heights.
— Narendra Modi (@narendramodi) June 6, 2024