প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ফলক ফলম অথবা ফ্রা লাক ফ্রা রাম নামের লাও রামায়ণের একটি অধ্যায়ের উপস্থাপনা প্রত্যক্ষ করেছেন। এটি মঞ্চস্থ করেছে লুয়াং প্রবাং-এর নামী রয়্যাল থিয়েটার। লাওস-এ এখনও রামায়ণ অত্যন্ত জনসমাদৃত এবং এই মহাকাব্যটি দুটি দেশের একই ধরনের ঐতিহ্য এবং প্রাচীন সভ্যতার প্রতিফলন। বহু শতাব্দী ধরেই ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের অনেক ধারাই লাওস-এ সংরক্ষিত এবং বহুল প্রচারিত। দুই দেশই তাদের এই ঐতিহ্যকে আরও উজ্জ্বল করতে একসঙ্গে কাজ করছে। ভারতীয় প্রত্নতত্ত্ব সর্বেক্ষণ লাওস-এ ভাট ফাউ মন্দির এবং নিকটস্থ স্মারকগুলির পুনরুদ্ধারের কাজে নিযুক্ত। স্বরাষ্ট্র মন্ত্রী, শিক্ষা ও ক্রীড়া মন্ত্রী, ব্যাঙ্ক অফ লাও পিডিআর-এর গভর্নর এবং ভিয়েনতিয়েনের মেয়র সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রামায়ণ উপস্থাপনার আগে প্রধানমন্ত্রী একটি আশীর্বাদ অনুষ্ঠানে অংশ নেন। লাও পিডিআর-এর সেন্ট্রাল বুদ্ধিস্ট ফেলোশিপ অর্গানাইজেশন-এর বর্ষীয়ান বৌদ্ধ সন্ন্যাসীরা এই অনুষ্ঠানের আয়োজন করেন। নেতৃত্ব দেন, অত্যন্ত পূজনীয় মহাবেথ মাসেনাই। তিনি ভিয়েনতিয়েন সি সাকেত মন্দিরের শ্রদ্ধেয় মঠাধ্যক্ষ। ভারত এবং লাওস-এর মধ্যে নিবিড় সভ্যতার বন্ধনের আরও একটি দিক এই বৌদ্ধ ঐতিহ্য।