প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের কোন কোন অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাজ্যের মুখ্যমন্ত্রি শ্রী ওয়াই এস জগন মোহন রেড্ডির সঙ্গে কথা বলেছেন। তিনি কেন্দ্রের পক্ষ থেকে সব ধরণের সাহায্যের আশ্বাস দিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,” অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী @ysjagan Garuর সঙ্গে রাজ্যের কোন কোন অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম। কেন্দ্রের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে। আমি প্রত্যেকের কল্যাণ ও সুরক্ষা কামনা করি।“
Spoke to Andhra Pradesh CM @ysjagan Garu on the situation in the wake of heavy rainfall in parts of the state. Assured all possible support from the Centre. I pray for everyone’s well-being and safety.
— Narendra Modi (@narendramodi) November 19, 2021
రాష్ట్రంలోని పలు ప్రాంతాల్లో భారీ వర్షాలు కురుస్తున్న నేపథ్యంలో పరిస్థితిపై ఆంధ్రప్రదేశ్ ముఖ్యమంత్రి @ysjagan గారి తో మాట్లాడడం జరిగింది. కేంద్రం నుంచి అన్ని విధాలా సహకరిస్తామని హామీ ఇచ్చాను. ఈ సమయంలో అందరూ సురక్షితంగా, భద్రంగా ఉండాలని నేను ప్రార్థిస్తున్నాను.
— Narendra Modi (@narendramodi) November 19, 2021