জাপানের প্রধানমন্ত্রী শ্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে জাপানের সভাপতিত্বে জি-৭ শিখর বৈঠকে যোগ দিতে আমি জাপানের হিরোশিমা যাব। ভারত-জাপান শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী কিশিদার সাম্প্রতিক ভারত সফরের পর তাঁর সঙ্গে পুনরায় মিলিত হওয়া সত্যিই আনন্দের। ভারত যেহেতু এ বছর জি-২০-র সভাপতিত্ব করছে, ফলে জি-৭ শিখর সম্মেলনে আমার উপস্থিতি বিশেষ অর্থ বহন করে। বিশ্ব যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশ এবং আমন্ত্রিত দেশগুলির সঙ্গে যৌথভাবে তার মোকাবিলার প্রয়োজনের দিক নিয়ে মতবিনিময়ের দিকে আমি তাকিয়ে রয়েছি। হিরোশিমায় জি-৭ শিখর সম্মেলনে কয়েকজন নেতার সঙ্গে আমার দ্বিপাক্ষিক বৈঠকও হবে।

জাপান থেকে আমি পাপুয়া নিউ গিনি-র পোর্ট মরেসবি-তে যাব। সেখানে এটাই আমার প্রথম সফর কারণ, পাপুয়া নিউ গিনি-তে ভারতের কোনও প্রধানমন্ত্রীরও এটা প্রথম সফর। আমি পাপুয়া নিউ গিনি-র প্রধানমন্ত্রী শ্রী জেমস মারাপ-এর সঙ্গে যৌথভাবে ২২ মে ভারত-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ সহযোগিতা ফোরাম (এফআইপিআইসি)-এর তৃতীয় শিখর সম্মেলনের আয়োজন করছি। ১৪টি প্রশান্ত মহাসাগরীয় দেশ (পিআইসি)-এর কাছে আমি কৃতজ্ঞ যে এই গুরুত্বপূর্ণ শিখর সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ তারা গ্রহণ করেছে। ২০১৪-তে আমার ফিজি সফরের সময় এফআইপিআইসি-র আনুষ্ঠানিক সূচনা হয় এবং যে সমস্ত বিষয়গুলি আমাদের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট, প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির নেতৃবৃন্দের সঙ্গে সেসব বিষয় নিয়ে আমি আলোচনা করব। বিষয়গুলির মধ্যে রয়েছে - জলবায়ু পরিবর্তন, সুস্থায়ী উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ, স্বাস্থ্য ও কল্যাণ এবং পরিকাঠামো ও আর্থিক উন্নয়ন।

এফআইপিআইসি-র অনুষ্ঠানসূচি ছাড়াও পাপুয়া নিউ গিনি-র গভর্নর জেনারেল শ্রী বব ড্যাডে, প্রধানমন্ত্রী মারাপ এবং শিখর সম্মেলন যোগ দেওয়া পিআইসি দেশগুলির অন্য নেতৃত্বের সঙ্গেও আমার দ্বিপাক্ষিক বৈঠকের দিকেও আমি তাকিয়ে আছি।

এরপর আমি প্রধানমন্ত্রী আলবানিজ-এর আমন্ত্রণে অস্ট্রেলিয়ার সিডনিতে যাব। দ্বিপাক্ষিক চুক্তি এবং এ বছর মার্চে প্রথম ভারত-অস্ট্রেলিয়া বার্ষিক শিখর বৈঠকের ফলাফলের অগ্রগতি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হবে। অস্ট্রেলিয়ার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকবৃন্দ ও ব্যবসায়িক নেতৃত্বের সঙ্গে আমার আলোচনা হবে এবং সিডনিতে এক বিশেষ অনুষ্ঠানে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও আমার দেখা হবে।

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...

Prime Minister Shri Narendra Modi paid homage today to Mahatma Gandhi at his statue in the historic Promenade Gardens in Georgetown, Guyana. He recalled Bapu’s eternal values of peace and non-violence which continue to guide humanity. The statue was installed in commemoration of Gandhiji’s 100th birth anniversary in 1969.

Prime Minister also paid floral tribute at the Arya Samaj monument located close by. This monument was unveiled in 2011 in commemoration of 100 years of the Arya Samaj movement in Guyana.