প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মিশরে তাঁর রাষ্ট্রীয় সফরের সময় কায়রোর আল-হাকিম মসজিদে যান।
তাঁকে মিশরের পর্যটন ও পুরাতত্ত্ব মন্ত্রী ড. মুস্তাফা ওয়াজিরি স্বাগত জানান। ফাতিমিদ যুগের এই শিয়া মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন বোহরা সম্প্রদায়। প্রধানমন্ত্রী বোহরা সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারত ও মিশরের জনসাধারণের মধ্যে নিবিড় যোগাযোগের প্রসঙ্গটি উল্লেখ করেন।
Honored to visit the historic Al-Hakim Mosque in Cairo. It's a profound testament to Egypt's rich heritage and culture. pic.twitter.com/4VgzkagHcB
— Narendra Modi (@narendramodi) June 25, 2023
شرفت بزيارة مسجد الحاكم التاريخي في القاهرة. إن المسجد يعد شاهدا رائعا على ثراء تراث مصر وثقافتها. pic.twitter.com/gA1c3pEOuC
— Narendra Modi (@narendramodi) June 25, 2023