প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, আজ অর্থমন্ত্রীর ঘোষিত পদক্ষেপগুলি অর্থনৈতিক কার্যক্ষেত্রে উৎসাহ যোগাবে, উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি করবে এবং কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করবে । শিশুদের জন্য স্বাস্থ্য সুবিধা, চিকিৎসা , কৃষক, ক্ষুদ্র উদ্যোগপতি এবং স্ব-কর্মজীবী ব্যক্তিদের জন্য গৃহীত পদক্ষেপের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
একাধিক ট্যুইটবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন –
‘অর্থমন্ত্রী @নির্মলা সীতারমনের আজকের গৃহীত পদক্ষেপগুলি জনস্বাস্থ্য ব্যবস্থাপনাকে উন্নত করবে, বিশেষত সুবিধা বঞ্চিতদের ক্ষেত্রে সাহায্য মিলবে, চিকিৎসা পরিকাঠামো ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগে গতি আসবে এবং মানব সম্পদ বৃদ্ধি করবে । আমাদের শিশুদের স্বাস্থ্য সেবা জোরদার করে তোলার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে ।
আমাদের কৃষকদের সহায়তা প্রদানের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে । এক্ষেত্রে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছে, যা তাদের ব্যয় হ্রাস করে আয় বৃদ্ধি করবে এবং কৃষিকাজের বৃহত্তর স্থিতিস্থাপকতা এবং সুস্থায়ী উন্নয়নে সাহায্য করবে ।
আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা এবং স্ব-নিযুক্ত ব্যক্তিদের ব্যবসায়িক কার্যকলাপ বজায় রাখার পাশাপাশি তাদের কাজকে আরও প্রসারিত করতে এই সহায়তার কথা ঘোষণা করা হয়েছে । পর্যটনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সহায়তার জন্য আর্থিক সাহায্য সহ বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে ।
এই পদক্ষেপগুলি অর্থনৈতিক কার্যক্ষেত্রে উৎসাহ যোগাবে, উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে সাহায্য করবে এবং কর্মসংস্থা সৃষ্টিতে সহায়তা করবে । পিপিই প্রকল্পের সুবিধার্থে গৃহিত পদক্ষেপ এবং সম্পদকে আরও লাভজনক করার ক্ষেত্রে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ ।’
The measures will help to stimulate economic activities, boost production & exports and generate employment.
— Narendra Modi (@narendramodi) June 28, 2021
Result linked Power Distribution Scheme and streamlined processes for PPP projects and Asset Monetisation demonstrates our Government’s continuing commitment to reforms.
Importance has been given to helping our farmers. Multiple initiatives have been announced which reduce their costs, increase their incomes & support greater resilience and sustainability of agricultural activities.
— Narendra Modi (@narendramodi) June 28, 2021