মাননীয় চ্যান্সেলর কার্ল নেহ্যামার,
দুদেশের প্রতিনিধিবর্গ,
সংবাদমাধ্যমের বন্ধুরা
অনেক শুভেচ্ছা।
প্রথমেই আমি উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তার জন্য চ্যান্সেলর নেহ্যামারকে কৃতজ্ঞতা জানাই। আমার তৃতীয় মেয়াদের একেবারে শুরুতেই অস্ট্রিয়া আসার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমার এই সফর নানান দিক থেকেই ঐতিহাসিক। ৪১ বছরে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর এটাই প্রথম অস্ট্রিয়া সফর। আরও একটি সমাপতন এই যে আমার এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ৭৫-তম বছরে।
বন্ধুরা,
আমাদের সম্পর্ক গণতন্ত্র, আইনের শাসন ও পারস্পরিক বিশ্বাসের ওপর আধারিত। চ্যান্সেলর নেহ্যামার এবং আমার মধ্যে আজ অর্থপূর্ণ আলোচনা হয়েছে। সহযোগিতার নতুন পরিসর চিহ্নিত করেছি আমরা। আমাদের সম্পর্কে কৌশলগত ও প্রতিরক্ষাগত মাত্রা যোগ করার বিষয়েও আমরা মত-বিনিময় করেছি। তৈরি হয়েছে আগামী দশকগুলিতে পারস্পরিক সহযোগিতার নীল নকশা। এই বিষয়টি শুধুমাত্র অর্থনৈতিক সহযোগিতা কিংবা বিনিয়োগের মধ্যেই সীমাবদ্ধ থাকবেনা। পরিকাঠামো উন্নয়ন, উদ্ভাবনা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, হাইড্রোজেন-জল-বর্জ্য ব্যবস্থাপনা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কোয়ান্টাম প্রযুক্তিক্ষেত্রেও একযোগে কাজ করবো আমরা। দুদেশের তরুণ প্রজন্ম এবং সার্বিকভাবে মানুষের চিন্তাভাবনার মেলবন্ধনের লক্ষ্যে স্টার্ট-আপ মাধ্যমটিকে আরও জোরদার করা হবে। যাতায়াত এবং অভিবাসন ক্ষেত্রে অংশীদারিত্বের প্রশ্নে একটি সমঝোতায় ইতিমধ্যেই পৌঁছোনো গেছে। এরফলে আইনসম্মত অভিবাসন এবং দক্ষ মানবসম্পদের আদান-প্রদান জোরদার হবে। প্রসারিত হবে সাংস্কৃতিক এবং শিক্ষাগত আদান-প্রদানও।
বন্ধুরা,
যে প্রেক্ষাগৃহে আমরা দাঁড়িয়ে রয়েছি তা ঐতিহাসিক। ১৯ শতকে ভিয়েনা কংগ্রেসের আয়োজন হয়েছিল এখানেই। ওই সম্মেলন ইউরোপে শান্তি ও সুস্থিতির পথ নির্দেশ করেছিল। চ্যান্সের নেমার এবং আমি ইউক্রেন, পশ্চিম এশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বিরোধ ও সংঘাতের বিষয়টি নিয়েও আলোচনা করেছি। আমি আগেই বলেছি যে এই সময় যুদ্ধের নয়। যুদ্ধক্ষেত্রে সমস্যার সমাধান মেলে না। নিরীহ মানুষের প্রাণহানি কোনওমতেই কাম্য নয়। ভারত এবং অস্ট্রিয়া শান্তি ও সুস্থিতির প্রশ্নে আলাপ-আলোচনা ও কূটনৈতিক প্রয়াসের ওপরেই জোর দেয়।
বন্ধুরা,
জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদের মতো মানব সভ্যতার সামনে উঠে আসা বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আমরা মত-বিনিময় করেছি। জলবায়ু পরিবর্তনের মোকাবিলার প্রশ্নে আমরা আন্তর্জাতিক সৌরজোট, বিপর্যয় মোকাবিলা পরিকাঠামো জোট কিংবা জৈবজ্বালানি জোটে অস্ট্রিয়াকে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি যে সন্ত্রাসবাদ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রসংঘ এবং অন্য নানা আন্তর্জাতিক মঞ্চকে সংস্কারের মাধ্যমে বর্তমান বিশ্বের পক্ষে আরও প্রাসঙ্গিক করে তোলায় আমরা সহমত।
বন্ধুরা,
আগামী কয়েক মাসের মধ্যে অস্ট্রিয়ায় নির্বাচন হবে। গণতন্ত্রের ধাত্রীভূমি, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং ভারতের মানুষের পক্ষ থেকে আমি চ্যান্সেলর নেমার এবং অস্ট্রেলিয়ার মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানাই। কিছুক্ষণের মধ্যেই আমরা দু-দেশের বিভিন্ন সংস্থার মুখ্য কার্যনির্বাহীদের মুখোমুখি হবো। অস্ট্রিয়ার প্রেসিডেন্টের সঙ্গেও দেখা করার সৌভাগ্য হবে আমার। চ্যান্সেলর নেহ্যামারকে আমি ভারত সফরের আমন্ত্রণ জানাচ্ছি। অনেক ধন্যবাদ।
(প্রধানমন্ত্রীর মূল বিবৃতিটি ছিল হিন্দিতে)।
मुझे ख़ुशी है कि मेरे तीसरे कार्यकाल की शुरुआत में ही ऑस्ट्रिया आने का अवसर मिला।
— PMO India (@PMOIndia) July 10, 2024
मेरी यह यात्रा ऐतिहासिक भी है और विशेष भी।
41 साल के बाद किसी भारतीय प्रधानमंत्री ने ऑस्ट्रिया का दौरा किया है।
ये भी सुखद संयोग है कि ये यात्रा उस समय हो रही है जब हमारे आपसी संबंधों के 75 साल…
लोकतंत्र और rule of law जैसे मूल्यों में साझा विश्वास, हमारे संबंधों की मजबूत नींव हैं।
— PMO India (@PMOIndia) July 10, 2024
आपसी विश्वास और shared interests से हमारे रिश्तों को बल मिलता है: PM @narendramodi
आज मेरे और चांसलर नेहमर के बीच बहुत सार्थक बातचीत हुई।
— PMO India (@PMOIndia) July 10, 2024
हमने आपसी सहयोग को और मज़बूत करने के लिए नई संभावनाओं की पहचान की है।
हमने निर्णय लिया है कि संबंधों को स्ट्रैटेजिक दिशा प्रदान की जाएगी: PM @narendramodi
मैंने और चांसलर नेहमर ने विश्व में चल रहे विवादों, चाहे यूक्रेन में संघर्ष हो या पश्चिम एशिया की स्थिति, सभी पर विस्तार में बात की है।
— PMO India (@PMOIndia) July 10, 2024
मैंने पहले भी कहा है कि यह युद्ध का समय नहीं है: PM @narendramodi
हम दोनों आतंकवाद की कठोर निंदा करते हैं। हम सहमत हैं कि ये किसी भी रूप में स्वीकार्य नहीं है। इसको किसी तरह भी justify नहीं किया जा सकता: PM @narendramodi
— PMO India (@PMOIndia) July 10, 2024
हम संयुक्त राष्ट्र संघ और अन्य अंतराष्ट्रीय संस्थाओं में रिफॉर्म के लिए सहमत हैं ताकि उन्हें समकालीन और effective बनाया जाये: PM @narendramodi
— PMO India (@PMOIndia) July 10, 2024