“উন্নত অর্থনীতির দেশগুলির উচিত স্থিতাবস্থা ফিরিয়ে আনা, আস্থা ও আত্মবিশ্বাসের মনোভাবকে জাগিয়ে তোলা এবং বিশ্ব অর্থনীতির ক্রমপ্রসারকে নিশ্চিত করার জন্য সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাওয়া”
“বিশ্বের সবথেকে দুর্বল নাগরিকদের ওপরে আপনারা বিশেষ নজর দিন”
“অন্তর্ভুক্তিমূলক কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক অর্থনৈতিক নেতৃত্ব বিশ্বের আস্থা ফিরিয়ে আনতে পারে”
“জি-২০ সভাপতিত্বে আলোচ্য এই অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির প্রসার ঘটায় যা হল, এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ”
“ভারত নিরাপদ এবং বিশ্বাসযোগ্য, দক্ষ জন-ডিজিটাল পরিকাঠামো সৃষ্টি করেছে এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় তা এক বাস্তুতন্ত্র হিসেবে গড়ে উঠেছে”
“আমরা সার্বিকভাবে নিরাপদ এবং বিশ্বাসযোগ্য, দক্ষ জন-ডিজিটাল পরিকাঠামো সৃষ্টি করেছি যা নিখরচায় ব্যবহার করতে পারেন”
“ভারতের এই ইউপিআই-এর দৃষ্টান্ত বিভিন্ন দেশের কাছেও অনুকরণীয় হতে পারে”

ভারতের জি-২০-র সভাপতিত্বকালে অর্থমন্ত্রী এবং শীর্ষ ব্যাঙ্কের গভর্নরদের প্রথম বৈঠকে আজ ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

বর্তমান বিশ্ব যে সমস্ত চ্যালেঞ্জ ও সমস্যার আজ সম্মুখীন তার অবতারণা করে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন যে আন্তর্জাতিক ক্ষেত্রের অর্থ ও অর্থনীতির ক্ষেত্রে নেতৃত্বদানকারী দেশগুলির প্রতিনিধিদের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এমন একটি সময়ে যখন সমগ্র বিশ্বই এক কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মুখোমুখি। কোভিড অতিমারীর দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, বিশ্ব অর্থনীতিতে এর বিরূপ প্রভাব ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক সঙ্কট, বিশ্বের যোগান শৃঙ্খলে ব্যঘাত, ক্রমবর্ধমান মূল্য পরিস্থিতি, খাদ্য ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা, অত্যধিক মাত্রায় ঋণের বোঝা - এ সমস্ত কিছুই বিশ্বের বহু দেশের সম্ভাবনাকেই আজ বিপদের মুখে ঠেলে দিয়েছে। বিশ্বের আর্থিক সংস্থা ও প্রতিষ্ঠানগুলি সংস্কার প্রচেষ্টার সঙ্গে যথাযথভাবে তাল মিলিয়ে চলতে না পারার জন্য লগ্নিকারীদের মধ্যে এক ধরনের আস্থার অভাবও আজ প্রকট হয়ে দেখা দিয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে উন্নত অর্থনীতির দেশগুলির উচিত স্থিতাবস্থা ফিরিয়ে আনা, আস্থা ও আত্মবিশ্বাসের মনোভাবকে জাগিয়ে তোলা এবং বিশ্ব অর্থনীতির ক্রমপ্রসারকে নিশ্চিত করার জন্য সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাওয়া।

ভারতের উজ্জ্বল অর্থনৈতিক পরিস্থিতির ওপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন যে দেশের উৎপাদক তথা ক্রেতাসাধারণ ভারতীয় অর্থনীতির ভবিষ্যৎ সম্পর্কে এখন যথেষ্ট আশাবাদী। বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধিরা এই ধরনের ইতিবাচক মানসিকতাকে বিশ্ব পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে যথেষ্ট উৎসাহ লাভ করবেন বলে মনে করেন তিনি। অন্তর্ভুক্তিমূলক কার্যসূচির বাস্তবায়ন প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববাসীর আত্মবিশ্বাসের মানসিকতা গঠন সম্ভব বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারতের জি-২০-র সভাপতিত্বকালে ‘বসুধৈব কুটুম্বকম’-এর অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গিকেই বিশ্ববাসীর সামনে তুলে ধরার চেষ্টা করা হবে।

শ্রী মোদী বলেন, বিশ্বের মোট জনসংখ্যা এখন ৮০০ কোটি ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে উন্নয়নের লক্ষ্যমাত্রায় উন্নীত হওয়ার কাজ অনেক কঠিন বলে মনে হতে পারে। এর মোকাবিলায় বহুপক্ষীয় উন্নয়ন ব্যাঙ্কগুলির এগিয়ে আসা উচিত। জলবায়ু পরিবর্তনের মোকাবিলার পাশাপাশি ঋণের অতিরিক্ত বোঝা কিভাবে কমিয়ে আনা সম্ভব তার উপায় উদ্ভাবনের জন্য পথ খুঁজে বের করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

বিশ্ব অর্থনীতিতে প্রযুক্তির ক্রমবর্ধমান জনপ্রিয়তার উল্লেখ করে শ্রী মোদী বলেন, অতিমারী পরিস্থিতিতে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন মানুষের প্রভূত কল্যাণসাধন করেছে। ডিজিটাল লেনদেন ব্যবস্থার অপব্যবহার রোধে এবং এই ধরনের লেনদেনের ধারাবাহিকতা তথা স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে যে কোনও ধরনের ঝুঁকির মোকাবিলায় প্রযুক্তির শক্তিকেই আরও বেশি মাত্রায় ব্যবহার করা উচিত বলে মনে করেন তিনি।

শ্রী মোদী বলেন যে গত কয়েক বছরে ভারতে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে এক অনুকূল পরিবেশ ও পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ দেশে গড়ে উঠেছে এক দক্ষ ও উন্নতমানের ডিজিটাল পরিকাঠামো যার আওতায় ডিজিটাল পদ্ধতিতে লেনদেন যথেষ্ট সুরক্ষিত ও নির্ভরযোগ্য হয়ে উঠেছে। এক কথায়, ভারতে ডিজিটাল লেনদেনের অনুকূল পরিবেশ ও পরিস্থিতি এক কথায় সাধারণের প্রভূত কল্যাণসাধন করেছে। শুধু তাই নয়, প্রশাসন ও পরিচালন, আর্থিক অন্তর্ভুক্তি এবং জীবনযাত্রার মানকে দেশে আরও সহজ করে তুলতেও ডিজিটাল প্রযুক্তির কোনও জুড়ি নেই। প্রসঙ্গত, ভারতের প্রযুক্তি রাজধানী বেঙ্গালুরুতে এই ধরনের বৈঠক আয়োজনের ঘটনা যথেষ্ট তাৎপর্যময় বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী। ভারতের ডিজিটাল পদ্ধতিতে লেনদেন প্রচেষ্টা অন্যান্য দেশগুলির কাছেও অনুসরণযোগ্য হয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world

Media Coverage

PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 21 ডিসেম্বর 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi