রাষ্ট্রসংঘের মহাসচিব মিস্টার অ্যান্তোনিও গুতেরাসের সঙ্গে আজ এক সাক্ষাৎকারে মিলিত হলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। দুবাইয়ে সিওপি ২৮ শীর্ষ সম্মেলনের পাশাপাশি দুজনের মধ্যে এই সাক্ষাৎকার বিনিময় ঘটে।
ভারতের জি-২০ সভাপতিত্বকালকে সর্বতোভাবে সমর্থন জানানোর জন্য রাষ্ট্রসংঘের মহাসচিবকে ধন্যবাদ জানান শ্রী নরেন্দ্র মোদী। জলবায়ু সমস্যার মোকাবিলায় উদ্যোগ ও প্রচেষ্টার লক্ষ্যপূরণের পথে ভারত যেভাবে এগিয়ে চলেছে তার একটি চিত্রও তিনি তুলে ধরেন মিস্টার অ্যান্তোনিও গুতেরাসের কাছে।
জলবায়ু সমস্যার পরিপ্রেক্ষিতে 'গ্লোবাল সাউথ'-এর উদ্বেগ ও অগ্রাধিকারের বিষয়গুলি নিয়েও আলোচনা হয় তাঁদের মধ্যে। জলবায়ু সমস্যার নিয়ন্ত্রণে বিনিয়োগ প্রচেষ্টা, প্রযুক্তিগত উদ্যোগ এবং প্রয়োজনীয় সংস্কার কর্মসূচির বিষয়গুলিও ছিল তাঁদের আলোচনার মধ্যে। রাষ্ট্রসংঘ সহ বহুপাক্ষিক পরিচালন ও নিয়ন্ত্রণ তথা আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়গুলি সম্পর্কেও মতবিনিময় অনুষ্ঠিত হয় দুই বিশ্বনেতার মধ্যে।
নিরন্তর উন্নয়ন নিশ্চিত করে তোলা, জলবায়ু সমস্যার মোকাবিলা, এমডিবি সংস্কার এবং বিপর্যয় মোকাবিলায় ভারতের উদ্যোগ ও প্রচেষ্টার বিশেষ প্রশংসা করেন রাষ্ট্রসংঘের মহাসচিব। বিশেষতঃ ভারতের জি-২০ সভাপতিত্বকালে যেভাবে এই সমস্ত সমস্যার মোকাবিলায় ভারত পদক্ষেপ গ্রহণ করেছে তাতে সন্তোষ প্রকাশ করেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীর 'গ্রিন ক্রেডিট' উদ্যোগকেও স্বাগত জানান মিস্টার অ্যান্তোনিও গুতেরাস। ভারতের জি-২০ সভাপতিত্বকালে গৃহীত বিভিন্ন প্রস্তাবের বাস্তবায়নে তিনি ভারতের সঙ্গে কাজ করে যেতে আগ্রহী বলেও মতপ্রকাশ করেন। শুধু তাই নয়, ২০২৪ সালে অনুষ্ঠেয় 'ভবিষ্যতের লক্ষ্যে রাষ্ট্রসংঘের শীর্ষ সম্মেলন'-এ সংশ্লিষ্ট বিষয়গুলির আলাপ-আলোচনার পরিসর গড়ে তুলতেও তিনি আগ্রহী বলে জানান ভারতের প্রধানমন্ত্রীকে।