প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থার্মন সন্মুগারত্নমের সঙ্গে সাক্ষাৎ করেন।
ভারত-সিঙ্গাপুর সম্পর্কের উন্নয়নে রাষ্ট্রপতি থার্মনের সমর্থনে প্রশংসা করেন প্রধানমন্ত্রী। উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ভারত ও সিঙ্গাপুরের মধ্যে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব ও সহযোগিতা পারস্পরিক বিশ্বাস ও আস্থার ওপর বজায় রয়েছে বলেও তাঁরা সহমত পোষণ করেন। কৌশলগত অংশীদারিত্ব দুই দেশের সহযোগিতা আরও মজবুত করবে বলে তাঁরা সম্মত হন। উন্নত প্রযুক্তি ও ম্যানুফ্যাকচারিং-এর মতো নতুন নতুন দিকে দুই দেশের সহযোগিতা বৃদ্ধি নিয়েও আলোচনা করেন সিঙ্গাপুরের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী আগামী বছর রাষ্ট্রপতি থারমনের ভারত সফরের জন্য সাগ্রহে অপেক্ষা করছেন বলে জানান।