নতুন দিল্লিতে জি-২০ শিখর সম্মেলনের ফাঁকে ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা-র সঙ্গে বৈঠক করেন।
জি-২০ সভাপতিত্বে ভারতের সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান ব্রাজিলের প্রেসিডেন্ট। অন্যদিকে, আগামী বছর জি-২০-র সভাপতিত্বের দায়িত্ব নিতে চলা ব্রাজিলকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এক্ষেত্রে ভারতের পক্ষ থেকে সবধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
দুই নেতার আলোচনায়, জৈব-জ্বালানি, ওষুধ উৎপাদন, কৃষিভিত্তিক শিল্প, মহাকাশ ও উড়ান ক্ষেত্রে সহযোগিতা সহ নানা বিষয়ে ভারত-ব্রাজিল কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করে তোলা নিয়ে কথা হয়।
বৈঠকের পর প্রকাশ করা হয় একটি যৌথ বিবৃতি।
Uma excelente reunião com o Presidente @LulaOficial. Os laços entre a Índia e o Brasil estão muito fortes. Falámos sobre formas de estimular o comércio e a cooperação na agricultura, tecnologia e muito mais. Também transmiti os meus melhores votos para a próxima presidência do… pic.twitter.com/YTxwaz690Q
— Narendra Modi (@narendramodi) September 10, 2023
Excellent meeting with President @LulaOficial. Ties between India and Brazil are very strong. We talked about ways to boost trade and cooperation in agriculture, technology and more. I also conveyed my best wishes for Brazil’s upcoming G20 Presidency. pic.twitter.com/XDMjLdfyUi
— Narendra Modi (@narendramodi) September 10, 2023