প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 23 জুন, 2023-এ ওয়াশিংটন ডিসিতে অ্যালফাবেট ইনকর্পোরেটেড ও গুগলের সিইও সুন্দর পিচাইয়ের সঙ্গে বৈঠক করেছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), আর্থিক প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তা সংক্রান্ত পণ্য ও পরিষেবা ক্ষেত্রে সহযোগিতার আরও পথ অন্বেষণ করার জন্য প্রধানমন্ত্রী, শ্রীপিচাইকে আহ্বান জানান; সেইসঙ্গে ভারতে মোবাইল ফোনের যন্ত্রাংশ উৎপাদনের আমন্ত্রণও তিনি জানিয়েছেন।
গবেষণা ও উন্নয়ন এবং দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে গুগলের সহযোগিতা নিয়েও প্রধানমন্ত্রী ও শ্রী পিচাইয়ের মধ্যে আলোচনা হয়।