প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নোবেল পুরস্কার বিজয়ী, মার্কিন অর্থনীতিবিদ ও নীতি বিষয়ক উদ্যোগপতি অধ্যাপক পল রোমারের সঙ্গে আজ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাক্ষাৎ করেছেন।
তাঁদের মধ্যে ভারতের ডিজিটাল পদ্ধতিতে লেনদেন, আধার-এর ব্যবহার এবং ডিজিলকার-এর মতো উদ্ভাবনী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। ভারতের শহরাঞ্চলের উন্নয়নের জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগও আলোচনায় স্থান পায়।
Glad to have met noted economist and Nobel laureate, Professor @paulmromer. We had extensive conversations on leveraging technology to improve lives. We also talked about how to make our cities more sustainable and people friendly. pic.twitter.com/OG3NhLi9CT
— Narendra Modi (@narendramodi) June 21, 2023