ইতালির আপুলিয়ায় জি-৭ শীর্ষ সম্মেলনের আলোচনা বৈঠকের পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী মিঃ ফুমিয়ো কিশিদার সঙ্গে আজ এক দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
উপর্যুপরি তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণের সুযোগলাভের জন্য শ্রী মোদীকে ইতিমধ্যেই অভিনন্দন জানিয়েছেন মিঃ কিশিদা। এজন্য জাপানের প্রধানমন্ত্রীকে প্রথমেই ধন্যবাদজ্ঞাপন করেন শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, জাপানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক তাঁর প্রধানমন্ত্রীত্বের বর্তমান মেয়াদকালেও অটুট ও অব্যাহত থাকবে। দুই নেতাই স্বীকার করেন যে ভারত - জাপান বিশেষ কৌশলগত তথা বিশ্ব অংশীদারিত্বের সম্পর্ক দশম বর্ষে পদার্পণ করল। পারস্পরিক সম্পর্কের এই অগ্রগতিতে দুই বিশ্বনেতাই সন্তোষ প্রকাশ করেন। দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও গভীর নিয়ে যাওয়ার উপায়গুলি সম্পর্কেও তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা ও মত বিনিয়ম অনুষ্ঠিত হয়। তাঁরা প্রস্তাব করেন যে নতুন নতুন ক্ষেত্রগুলিতে বি২বি এবং পি২পি সহযোগিতাকে আরও মজবুত করে তোলা প্রয়োজন।
মুম্বাই - আহমেদাবাদ উচ্চগতি সম্পন্ন রেল প্রকল্প সহ বেশকিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত ও জাপান দ্বিপাক্ষিক সহযোগিতার সূত্রে আবদ্ধ। উচ্চগতির এই রেল প্রকল্পটি বাস্তবায়িত হলে ভারতের সার্বিক পরিবহণ ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হবে। এছাড়াও ২০২২ থেকে ২০২৭ এই ৫ বছরের মেয়াদে ভারতের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ৫ ট্রিলিয়ান ইয়েন জাপানিজ বিনিয়োগ এবং ভারত - জাপান শিল্পমুখিনতার ক্ষেত্রে অংশীদারিত্ব ভারতের নির্মাণ ও উৎপাদন ক্ষেত্রে এক ব্যাপাক রূপান্তর সম্ভব করে তুলবে।
দুই প্রধানমন্ত্রীর এই বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে যেসমস্ত প্রকল্পের কাজ চলছে সেগুলিরও পর্যালোচনা করা হয়।
পরবর্তী ভারত - জাপান বার্ষিক শীর্ষ বৈঠকে এই আলোচনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যাবে বলে দুই বিশ্ব নেতাই আশা ব্যক্ত করেন।
It was a delight to meet PM Kishida on the sidelines of the G7 Summit in Italy. Strong ties between India and Japan are important for a peaceful, secure and prosperous Indo-Pacific. Our nations look forward to working together in defence, technology, semiconductors, clean energy… pic.twitter.com/HaMCh2scWX
— Narendra Modi (@narendramodi) June 14, 2024
イタリアで行われたG7サミットのサイドラインで日本の岸田総理にお会いでき、大変うれしく思います。インドと日本の強い関係は、平和で、安全で、繁栄していくインド太平洋にとって重要です。両国は、防衛、テクノロジー、半導体、クリーンエネルギー、デジタルテクノロジーの分野で協力していくことを… pic.twitter.com/IJ86G1Cmm0
— Narendra Modi (@narendramodi) June 14, 2024