প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় সফরে মিশরের রাজধানী কায়রোতে পৌঁছানোর অব্যবহিত পরে সে দেশের মন্ত্রিসভার “ভারত শাখা”-র সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবছর সাধারণতন্ত্র দিবসে মিশরের রাষ্ট্রপতি শ্রী আবদেল ফাতাহ এল-সিসি–র ভারতে রাষ্ট্রীয় সফরের পর ভারত শাখা গঠন করা হয়। মিশরের প্রধানমন্ত্রী শ্রী মুস্তাফা মদবৌলীর নেতৃত্বে ভারত শাখার অন্যান্য সদস্যরা হলেন, সেদেশের মন্ত্রী এবং উর্ধতন আধিকারিক।
প্রধানমন্ত্রী মদবৌলী এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা ভারত শাখার বিভিন্ন কাজকর্মের বিষয়ে পরিকল্পনা করেছেন। তারা নতুন নতুন ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতার প্রস্তাব দেন। এক্ষেত্রে ভারতের ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন তারা। ভারত – মিশর দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে আরো শক্তিশালী হবে বলে ভারত শাখা আশা করে।
প্রধানমন্ত্রী ভারত শাখা গঠনের প্রশংসা করে বলেছেন, সম্পূর্ণ সরকারী উদ্যোগে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার এই প্রয়াস উৎসাহ ব্যঞ্জক। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মিশরের সঙ্গে ভারত একযোগে কাজ করতে প্রস্তুত বলেও তিনি জানান।
আলোচনায় ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ, পুনর্নবীকরণযোগ্য জ্বালানী, পরিবেশবান্ধব হাইড্রোজেন, তথ্য প্রযুক্তি, ডিজিটাল লেনদেনের ব্যবস্থাপনা, ওষুধ শিল্প এবং দু’দেশের জনসাধারণের সম্পর্ককে কি করে আরো শক্তিশালী করে তোলা যায়, সেই বিষয়গুলি স্থান পেয়েছে।
প্রধানমন্ত্রী মদবৌলী ছাড়াও যে সাতজন মন্ত্রিসভার সদস্য উপস্থিত ছিলেন তারা হলেন:
বিদ্যুৎ ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানী মন্ত্রী ড. মোহামেদ শাকের এল মারকাবি
বিদেশমন্ত্রী শ্রী সামেহ শৌকরি
পরিকল্পনা ও আর্থিক উন্নয়ন মন্ত্রী ড. রানিয়া আল – মাসাত
অর্থমন্ত্রী ড. মোহামেদ মাইত
যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ড. আমর তালাপ
শিল্প ও বাণিজ্য মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ সমীর