মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রযুক্তির প্রসারে অন্যতম প্রবক্তা, টেসলা ইংক এবং স্পেস এক্সের মুখ্য কার্যনির্বাহী, ট্যুইটারের মালিক, বোরিং কোম্পানি এবং এক্স-কর্প –এর প্রতিষ্ঠাতা, নিউরালিঙ্ক এবং ওপেনএআই-এর সহ প্রতিষ্ঠাতা এলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেন।
বিভিন্ন ক্ষেত্র এবং স্তরে প্রযুক্তিকে সুলভ করে তোলায় মাস্কের অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। ভারতে বিদ্যুৎচালিত যান ক্ষেত্রে এবং মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে আরও বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে এলন মাস্কের প্রতি প্রধানমন্ত্রী আবেদন রাখেন।