প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিভিন্ন অগ্রণী মার্কিন চিন্তাবিদ ও কৌশল প্রণয়নকারীর সঙ্গে বৈঠক করেছেন।
তাদের মধ্যে নানা উন্নয়নমূলক ও ভূ-রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
অমৃতকালের এই সময়ে, যখন ভারতজুড়ে রূপান্তর প্রক্রিয়ার সূচনা হয়েছে, তখন প্রধানমন্ত্রী তাঁদের আরও বেশি করে ভারতে আসার এবং ভারত নিয়ে ভাবনা-চিন্তা করার আমন্ত্রণ জানিয়েছেন।
যেসব চিন্তাবিদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন :
* নিউইয়র্কের কাউন্সিল অফ ফরেন রিলেশনস (সিএফআর)
-এর ভাবী সভাপতি ও ফেলো মাইকেল ফ্রম্যান
• নিউইয়র্কের এশিয়া সোসাইটি পলিসি ইন্সটিটিউটের আন্তর্জাতিক সুরক্ষা ও কূটনীতি সংক্রান্ত সহ সভাপতি ড্যানিয়েল রাসেল
• বোস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ডক্টর ম্যাক্স আব্রাহামস
• ওয়াশিংটনের হেরিটেজ ফাউন্ডেশনের এশিয়ান স্টাডিস সেন্টারের অধিকর্তা জেফ এম স্মিথ
• ওয়াশিংটনের ‘দ্য ম্যারাথন ইনিশিয়েটিভ’ –এর সহ প্রতিষ্ঠাতা এলব্রিজ কোলবি
• টেক্সাসের ইন্দাস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য এবং ভারত-মার্কিন বিষয় সংক্রান্ত অধিকর্তা গুরু সোলে।