প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কাশ্মীরী পন্ডিত সম্প্রদায়ের মানুষ সহ সকলকে জ্যেষ্ঠা অষ্টমী উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ জ্যেষ্ঠা অষ্টমীর পবিত্র এই মুহূর্তে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মাতা ক্ষীরকে প্রণাম জানাই এবং সকলের সুস্বাস্থ্যন্ব কল্যাণ প্রার্থনা করি।“
On the auspicious occasion of Jyeshtha Ashtami, greetings and best wishes to everyone, particularly the Kashmiri Pandit community. We bow to Mata Kheer Bhawani and pray for everybody’s health and wellness.
— Narendra Modi (@narendramodi) June 18, 2021