আমি আজ তিনদিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্র রওনা হচ্ছি। সেখানে প্রেসিডেন্ট বাইডেন আয়োজিত কোয়াড শীর্ষ বৈঠকে অংশগ্রহণ করব। নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনের ভবিষ্যৎ সম্পর্কে এই শীর্ষ সম্মেলনে আমার বক্তব্য আমি পেশ করব।
প্রেসিডেন্ট বাইডেন, প্রধানমন্ত্রী অ্যালবানিজ এবং প্রধানমন্ত্রী কিশিদার সঙ্গে কোয়াড শীর্ষ বৈঠকে মিলিত হওয়ার অপেক্ষায় রয়েছি। ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলে শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির লক্ষ্যে সম-মনোভাবাপন্ন দেশগুলির একটি বিশেষ গোষ্ঠী রূপে এই মঞ্চটি উঠে এসেছে।
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র – এই দুটি দেশের জনসাধারণ তথা বিশ্ববাসীর কল্যাণে ভারত-মার্কিন সুসংবদ্ধ আন্তর্জাতিক প্রকৌশলগত সহযোগিতা সম্পর্কে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠকে আমি আলোচনা করব। একইসঙ্গে, দুটি দেশের মধ্যে সম্পর্ককে কিভাবে আরও গভীরতর করে তোলা যায়, সে সম্পর্কে আলোচনাকালে বিভিন্ন পথ ও উপায় খুঁজে দেখার পাশাপাশি তা পর্যালোচনাও করব।
প্রবাসী ভারতীয় এবং গুরুত্বপূর্ণ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে মিলিত হওয়ার জন্য আমি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি। কারণ তাঁরা হলেন বিশ্বের বৃহত্তম তথা প্রাচীনতম দুটি গণতান্ত্রিক দেশের বিশেষ অংশীদারিত্বের সম্পর্কের ক্ষেত্রে অন্যতম প্রধান অংশীদার।
ভবিষ্যতের লক্ষ্যে এই শীর্ষ বৈঠক হল এমনই একটি বিশেষ সুযোগ যা বিশ্ববাসীর সামনে আগামীদিনের জন্য নতুন পথের দিশা এনে দিতে পারে। এর লক্ষ্য হল, সমগ্র মানবজাতির উন্নততর জীবনযাত্রা। আমি বৈঠকে এক-ষষ্ঠাংশ মানুষের মতামত ও চিন্তাভাবনার কথা সকলের সামনে তুলে ধরতে ইচ্ছুক। কারণ, বিশ্বে এক স্থায়ী, নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে তাঁরাই হলেন অন্যতম প্রধান অংশীদার।
I will be on a visit to USA, where I will take part in various programmes. I will attend the Quad Summit being hosted by President Biden at his hometown Wilmington. I look forward to the deliberations at the Summit. I will also be having a bilateral meeting with President Biden.…
— Narendra Modi (@narendramodi) September 21, 2024