QuoteWith efforts of every Indian over last 7-8 months, India is in a stable situation we must not let it deteriorate: PM Modi
QuoteLockdown may have ended in most places but the virus is still out there: PM Modi
QuoteGovernment is earnestly working towards developing, manufacturing and distribution of Covid-19 vaccine to every citizen, whenever it is available: PM

আমার প্রিয় দেশবাসী,

নমস্কার।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে জনতা কারফিউ থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা সমস্ত ভারতবাসী অনেক দীর্ঘ পথ পেরিয়ে এসেছি। সময়ের সঙ্গে অর্থনৈতিক গতিবিধিও ক্রমে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আমাদের মধ্যে অধিকাংশ মানুষ নিজেদের দায়িত্ব পালনের জন্য আবার জীবনকে গতি প্রদানের জন্য রোজ বাড়ি থেকে বেরুচ্ছি। উৎসবের এই ঋতুতে বাজারগুলিতেও ব্যস্ততা ধীরে ধীরে বাড়ছে। কিন্তু আমাদের এটা ভুলে গেলে চলবে না, লকডাউন চলে গেলও ভাইরাস যায়নি। বিগত ৭-৮ মাসে প্রত্যেক ভারতবাসীর প্রচেষ্টায় ভারত আজ যে নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে, আমরা যেন তা বিগড়ে যেতে না দিই।

আজ দেশে সুস্থতার হার খুব ভালো। মৃত্যুহারও কম। ভারতে যেখানে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষের করোনা হয়েছে সেখানে আমেরিকা ও ব্রাজিলে এই পরিসংখ্যান প্রায় ২৫,০০০। ভারতে প্রতি ১০ লক্ষে মৃত্যুহার ৮৩, সেখানে আমেরিকা, ব্রাজিল, স্পেন, ব্রিটেনের মতো দেশগুলিতে এই পরিসংখ্যান ৬০০-রও বেশি। বিশ্বের সম্পদশালীর দেশগুলির তুলনায় ভারত বেশি নাগরিকের জীবন বাঁচাতে সফল হয়েছে। আজ সমস্ত দেশে করোনা রোগীদের জন্য ৯০ লক্ষ শয্যা রয়েছে, ১২,০০০ কোয়ারেন্টাইন কেন্দ্র রয়েছে। করোনা টেস্টিং-এর জন্য প্রায় ২,০০০ গবেষণাগারে কাজ চলছে। দেশে টেস্টের সংখ্যা দ্রুত ১০ কোটির পরিসংখ্যান পার করবে। কোভিড মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে টেস্টের সংখ্যা বৃদ্ধি, আমাদের বড় শক্তি।

সেবা পরমো ধর্মঃ – এই মন্ত্র নিয়ে আমাদের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, আমাদের নিরাপত্তা কর্মীরা – অন্যান্য যারা সেবাভাব নিয়ে কর্মরত সবাই এতবড় জনসংখ্যার নিঃস্বার্থ সেবা করছেন। এদের সকলের প্রচেষ্টার মাঝে এই সময় কোনোরকম গাফিলতি চলবে না। এই সময় এটা ভাবলে চলবে না, যে করোনা চলে গেছে, কিংবা করোনা থেকে কোনো ভয় নেই। সম্প্রতি আমরা এমন অনেক ছবি, ভিডিও দেখেছি যা থেকে স্পষ্ট বোঝা যায় অনেক মানুষ, এখন সতর্কতা পালন করা ছেড়ে দিয়েছেন, ঢিলে দিয়েছেন। এটা একদম ঠিক নয়। আপনারা যদি গাফিলতি করেন, মাস্ক না পরে বাইরে বেরহন, তাহলে আপনারা নিজেদের পরিবার, পরিবারের ছেলে-মেয়েদের, বয়স্কদের, বড় সঙ্কটের দিকে ঠেলে দিচ্ছেন। আপনারা মনে রাখবেন আজ আমেরিকা কিংবা ইউরোপের অন্যান্য দেশে, এই দেশগুলিতে করোনা সংক্রমণ হ্রাস পাচ্ছিল, কিন্তু হঠাৎ আবার বৃদ্ধি পেতে শুরু করেছে।

বন্ধুগণ, সন্ত কবীরদাসজী বলেছেন,

পাকী খেতি দেখিকে, গরব কিয়া কিষাণ আজহুঁ ঝোলা বহুত হ্যায়, ঘর আবে তব জান।

অর্থাৎ, অনেকবার আমরা পাকা ফসল দেখে অতি আত্মবিশ্বাস নিয়ে বাড়ি চলে আসি যে এখন কাজ হয়ে গেছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত গোলায় ফসল না ওঠে ততক্ষণ কাজ সম্পূর্ণ হয়েছে বলে ভাবা উচিত নয়। অর্থাৎ, যতক্ষণ পর্যন্ত পূর্ণ সাফল্য না আসে গাফিলতি করা উচিত নয়।

বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত মহামারীর ভ্যাক্সিন না আসে আমাদের করোনার বিরুদ্ধে লড়াইকে দুর্বল হতে দেওয়া চলবে না। অনেক বছর পর আমরা দেখতে পাচ্ছি যে, মানবতাকে বাঁচানোর জন্য যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ হচ্ছে। অনেক দেশ এর জন্য কাজ করছে। আমাদের দেশের বিজ্ঞানীরাও ভ্যাক্সিনের জন্য প্রাণপন খাটছেন। ভারতে এখন করোনার অনেক ভ্যাক্সিন তৈরির কাজ চলছে। এর মধ্যে কয়েকটি বেশ অ্যাডভান্স স্টেজে রয়েছে।

বন্ধুগণ, করোনার ভ্যাক্সিন যখনই আসবে তা যত দ্রুত সম্ভব প্রত্যেক ভারতীয়ের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় সরকার তার প্রস্তুতি নিচ্ছে। প্রত্যেক নাগরিক যাতে ভ্যাক্সিন পায় সেজন্য দ্রুত গতিতে কাজ হচ্ছে।

বন্ধুগণ, রামচরিত মানস-এ অনেক শিক্ষার পাশাপাশি একটি সতর্কতাও রয়েছে।

রিপু রুজ পাবক পাপ, প্রভু অহি গনিও ন ছোট করি

অর্থাৎ আগুন, শত্রু, পাপ অর্থাৎ ভুল বা রোগ – এগুলিকে কখনো ছোট করে দেখা উচিৎ নয়। যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ চিকিৎসা না হয় এদেরকে হালকা করে দেখা উচিৎ নয়। সেজন্য মনে রাখবেন – ওষুধ নয় যতক্ষণ, ঢিলে দেবেন না ততক্ষণ। উৎসবের সময় আমাদের জীবনে আনন্দের সময় উল্লেসের সময়।

এক কঠিন সময় থেকে বেরিয়ে আমরা এগিয়ে চলেছি। সামান্য গাফিলতি আমাদের গতি রোধ করতে পারে। আমাদের আনন্দকে মাটি করে দিতে পারে। জীবনের দায়িত্বগুলি পালন এবং সতর্কতা দুটোই পাশাপাশি চালিয়ে গেলে জীবনে আনন্দ বজায় থাকবে। দুই গজের দূরত্ব, কিছুক্ষণ পর পর সাবান দিয়ে ধোয়া আর মাস্ক পরার কথা মনে রাখবেন।

আমি আমার সংবাদ মাধ্যমের বন্ধুদের, সোশাল মিডিয়ার বন্ধুদের অনুরোধ করবো যে এবিষয়ে সচেতনতা বৃদ্ধির কাজ করে যান। সুস্থ থাকুন এবং এগিয়ে যন, দেশকে এগিয়ে নিয়ে যান। এই শুভকামনা নিয়ে নবরাত্র, দশহরা, ঈদ, দীপাবলি, ছট পূজা, গুরুনায়ক জয়ন্তী সহ সমস্ত উৎসবের জন্য সকল দেশবাসীকে আরেকবার অনেক অনেক শুভেচ্ছা।

ধন্যবাদ।

Explore More
প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

জনপ্রিয় ভাষণ

প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
Summer in the Gulf: India’s celebration of mango exports reaches Abu Dhabi

Media Coverage

Summer in the Gulf: India’s celebration of mango exports reaches Abu Dhabi
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles the loss of lives in an accident in Sambhal, Uttar Pradesh
July 05, 2025
QuotePM announces ex-gratia from PMNRF

Prime Minister Shri Narendra Modi today condoled the loss of lives in an accident in Sambhal, Uttar Pradesh. He announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased and Rs. 50,000 to the injured.

The PMO India handle in post on X said:

“Deeply saddened by the loss of lives in an accident in Sambhal, Uttar Pradesh. Condolences to those who have lost their loved ones in the mishap. May the injured recover soon.

An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured would be given Rs. 50,000: PM @narendramodi”