জর্ডন প্রতিষ্ঠার শতবার্ষিকী উপলক্ষে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই।

রাজা আবদুল্লা এবং জর্ডনের জনসাধারণকে আমার ঊষ্ণ অভিনন্দন জানাই।

ঐতিহাসিকভাবে এবং ধর্মীয় ঐতিহ্যের নিরিখে জর্ডন বিশ্বের একটি সম্মানিত নাম।

রাজা আব্দুল্লার দূরদর্শী নেতৃত্বে জর্ডনে স্থিতিশীল ও সমন্বিত উন্নয়ন হয়েছে।

অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে জর্ডনের অগ্রগতি নজরকাড়া।

বিশ্বের গুরুত্বপূর্ণ এই অঞ্চলে জর্ডন শক্তিশালী কন্ঠ এবং মধ্যপন্থা ও সমন্বয়বাদের আন্তর্জাতিক প্রতীক হয়ে উঠেছে। 

প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের ক্ষেত্রে জর্ডন আদর্শ রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছে এবং স্থিতিশীল ও প্রভাবশালী কন্ঠ হয়ে উঠেছে।

পশ্চিম এশিয়ায় শান্তির জন্য মাননীয় রাজা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। 

আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় সমন্বয় গড়ে তুলতে অ্যাকিউবা প্রক্রিয়া গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। 

একইভাবে, ২০০৪ সালের আম্মান বার্তা সহিষ্ণুতা, ঐক্য এবং মানবজাতির প্রতি মর্যাদা নিশ্চিত করতে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

২০১৮ সালে মাননীয় রাজার দিল্লি সফরের সময় এই একই বার্তা পুনরুচ্চারিত হয়েছে।

‘ভবিষ্যৎ পৃথিবীতে বিশ্বাসের ভূমিকা’ শীর্ষক ধর্মীয় নেতাদের আলোচনায় তাঁর ভাবনা ভাগ করে নেওয়ার জন্য তিনি আমার আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। 

ভারত এবং জর্ডন যৌথভাবে বিশ্বাস করে মধ্যপন্থা ও শান্তিপূর্ণ সহাবস্থান শান্তি ও প্রগতির জন্য গুরুত্বপূর্ণ। 

মানবজাতির উন্নত ভবিষ্যতের জন্য আমরা যৌথভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা অব্যাহত রাখবো। 

এই ঐতিহাসিক মুহূর্তে আমি আরও একবার রাজা ও জর্ডনের জনসাধারণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।

আলফ – মোবরক, অনেক অনেক অভিনন্দন, শুকরান,

ধন্যবাদ।

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
When PM Modi Fulfilled A Special Request From 101-Year-Old IFS Officer’s Kin In Kuwait

Media Coverage

When PM Modi Fulfilled A Special Request From 101-Year-Old IFS Officer’s Kin In Kuwait
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
পর্তুগালে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী
June 24, 2017
PM Modi pays historic visit to Portugal, interacts with Indian community, highlights several aspects of India-Portugal partnership
Appreciate Portugal's participation in Yoga Day celebrations and furthering it's reach: PM Modi
India is now among the fastest growing countries in the world and is touching skies of development: PM
In the field of space, our scientists have done great work. Recently 30 nano satellites were launched: PM Modi

প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদী তাঁর ঐতিহাসিক পর্তুগাল সফরকালে এক বিশেষ আলাপচারিতায়মিলিত হনলিসবন-এ বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের এক অনুষ্ঠানে। সেখানে তিনি তাঁর বক্তব্যেতুলে ধরেন ভারত-পর্তুগাল অংশীদারিত্বের কয়েকটি বিশেষ দিক।

পর্তুগালেরভূতপূর্ব প্রধানমন্ত্রী অ্যান্টোনিও গুটেরাস-এর সঙ্গে তাঁর সাক্ষাতের কথাও এদিনস্থান পায় প্রধানমন্ত্রীর বক্তব্যে। তিনি কথা বলেন যোগাভ্যাস এবং সার্বিকস্বাস্থ্য পরিচর্যা প্রসঙ্গেও। যোগচর্চার বার্তাকে ছড়িয়ে দেওয়ার কাজে পর্তুগালেরভূমিকারও সপ্রশংস উল্লেখ করেন তিনি।

শ্রী মোদীবলেন, ভারত হল বর্তমানে বিশ্বের দ্রুততম বিকাশশীল দেশগুলির অন্যতম। ভারতীয় মহাকাশগবেষণা সংস্থা ইসরোর প্রশংসা করে তিনি বলেন যে মহাকাশ গবেষণার ক্ষেত্রে আমাদেরবিজ্ঞানীরা অসাধ্যসাধন করেছেন। সম্প্রতি উৎক্ষিপ্ত হয়েছে ৩০টি ন্যানো উপগ্রহ।

পর্তুগালেরসাম্প্রতিক দাবানলে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেন ভারতেরপ্রধানমন্ত্রী।

পর্তুগালেরপ্রধানমন্ত্রী অ্যান্টোনিও কোস্টাকে ভারতের প্রবাসী নাগরিকের সম্মানজ্ঞাপক একটি কার্ডওউপহার দেন শ্রী নরেন্দ্র মোদী।

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন