আসামের চরাইদেও ময়দাম ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হওয়ায় আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, এই ঘটনা ভারতের পক্ষে বিশেষ আনন্দ ও গর্বের একটি বিষয়।
বিশ্ব ঐতিহ্যের তালিকায় চরাইদেও ময়দাম-এর অন্তর্ভুক্তির কথা সমাজমাধ্যমে এক বার্তায় তুলে ধরেছে ইউনেস্কো কর্তৃপক্ষ। এর প্রত্যুত্তরে শ্রী মোদী বলেছেন :
“ভারতের পক্ষে এ হল এক অতীব আনন্দ ও গর্বের বিষয়।
চরাইদেও-তে অবস্থিত ময়দামগুলি গৌরবময় অহম সংস্কৃতির বাহক। পূর্বপুরুষদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এর মাধ্যমে। আমি আশা করব যে প্রাচীনকালের অহম শাসন ও সংস্কৃতি সম্পর্কে মানুষ আরও বেশি করে আগ্রহী হয়ে উঠবেন।
আমি আনন্দিত যে ময়দামগুলি বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হল।”
A matter of immense joy and pride for India!
— Narendra Modi (@narendramodi) July 26, 2024
The Moidams at Charaideo showcase the glorious Ahom culture, which places utmost reverence to ancestors. I hope more people learn about the great Ahom rule and culture.
Glad that the Moidams join the #WorldHeritage List. https://t.co/DyyH2nHfCF