প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সিবিএসই বোর্ডের পরীক্ষার্থী এবং তাদের বাবা-মা ও শিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “আজ থেকে সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হচ্ছে। সমস্ত তরুণ পরীক্ষার্থী, তাদের বাবা-মা ও শিক্ষক-শিক্ষিকাদের শুভ কামনা জানাই। আমি আমার ছোট্ট বন্ধুদের বলবো, চাপ না নিয়ে আনন্দের সঙ্গে পরীক্ষা দাও। মাসের পর মাস ধরে তোমরা যে কঠোর পরিশ্রম করেছো এবং প্রস্তুতি নিয়েছো – তার জন্য ভালো ফল হবেই”।
As the CBSE Class X and XII exams commence today, best wishes to all young Exam Warriors, their parents and teachers. I urge my young friends to appear for the exams in a happy and stress-free manner. Months of hardwork and preparation will surely lead to great things!
— Narendra Modi (@narendramodi) February 15, 2020