প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সভাপতি শ্রীমদ স্বামী স্মরণানন্দজি মহারাজের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেন :
“রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সভাপতি শ্রীমদ স্বামী স্মরণানন্দজি মহারাজের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করি। তাঁর শিক্ষা এবং আধ্যাত্মিক চিন্তাভাবনা বহু মানুষের জন্য আলোকবর্তিকার মতো। আমাদের সমাজের ধর্মীয় উত্থানে ও মঙ্গলের জন্য তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।”
I pray for the good health and speedy recovery of the President of Ramakrishna Math and Ramakrishna Mission, Srimat Swami Smaranananda ji Maharaj. His teachings and spiritual guidance are a beacon of light for many, and his contributions to our society's spiritual growth and…
— Narendra Modi (@narendramodi) March 4, 2024