প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সকল দেশবাসীকে শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন।
শ্রী নরেন্দ্র মোদী বলেন, এই পবিত্র উৎসব নেতিবাচক শক্তির পরাভব ঘটিয়ে জীবনে ইতিবাচক দিককে গ্রহণ করার বার্তা বয়ে নিয়ে আসে।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন:
“ সকল দেশবাসীকে বিজয়া দশমী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই শুভ উৎসব নেতিবাচক শক্তির পরাভব ঘটিয়ে জীবনে ইতিবাচক ও সদর্থক দিককে গ্রহণের বার্তা বয়ে নিয়ে আসে।
সকলকে শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই।”
देशभर के मेरे परिवारजनों को विजयादशमी की हार्दिक शुभकामनाएं। यह पावन पर्व नकारात्मक शक्तियों के अंत के साथ ही जीवन में अच्छाई को अपनाने का संदेश लेकर आता है।
— Narendra Modi (@narendramodi) October 24, 2023
Wishing you all a Happy Vijaya Dashami!